করোনা চব্বিশ ঘণ্টায় শনাক্ত ৭৯৪ মৃত্যু ১৮

         করোনা চিত্র 

 আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে করোনাভাইরাস শনাক্তের হার ২৩ দশমিক ৭ শতাংশ কমেছে। একই সঙ্গে মৃত্যুও কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ। কমেছে সুস্থতাও। এই হার ২৬ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা কমেছে ৩ দশমিক ৪ শতাংশ। করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগতাত্ত্বিক পর্যালোচনা করে আসছে। আগের সপ্তাহের তুলনায় পরবর্তী সপ্তাহে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা ও মৃত্যু- এই চার সূচকের পরিবর্তন রোগতাত্ত্বিক পর্যালোচনায় উঠে আসে। এতে দেখা যায়, ৩৮তম সপ্তাহের তুলনায় ৩৯তম সপ্তাহে শনাক্ত ও মৃত্যু কমেছে। অর্থাৎ দুই সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে।


তবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কিছুটা বেড়েছে। গত চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে। আগের দিন এ হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। এর আগে টানা তিন দিন শনাক্তের হার ৪ শতাংশের নিচে ছিল। গত ২১ সেপ্টেম্বর শনাক্তের হার ৫ শতাংশের নিচে নেমে আসে। এরপর টানা ১৪ দিন শনাক্তের হার ৫ শতাংশের নিচে রয়েছে। এর আগে জুলাইয়ে শনাক্তের হার ৩০ শতাংশ ছাড়িয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, সংক্রামক রোগের ক্ষেত্রে শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সেটি অন্যান্য সাধারণ রোগের মতো গণ্য হবে। তবে নূ্যনতম ১৪ দিন এই হার বজায় থাকতে হবে। ফলে করোনাকে এখন অন্যান্য সাধারণ রোগের মতো একটি রোগ হিসেবে গণ্য করা যায়।

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ৭৯৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে পৌঁছাল। একই সঙ্গে গত চব্বিশ ঘণ্টায় সংক্রমিত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৭ হাজার ৫৯১ জনের মৃত্যু হলো। এর বিপরীতে গত চব্বিশ ঘণ্টায় ৮৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে দেশে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ১১ হাজার ৫৭৯ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে।

শনাক্ত ও মৃত্যুর শীর্ষে ঢাকা :শনাক্ত ও মৃত্যু- দুই সূচকেই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। মোট শনাক্তের মধ্যে ৫৬৮ জন ঢাকা বিভাগের বাসিন্দা। আর রাজধানী ঢাকার বাসিন্দা ৪৯৫ জন। এরপর পর্যায়ক্রমে চট্টগ্রামে ৮৮ জন, রাজশাহীতে ৪৬, খুলনায় ৩৭, সিলেটে ১৯, বরিশাল ও ময়মনসিংহে ১৪ জন করে এবং রংপুরে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুতেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে সাতজন মারা গেছেন। পর্যায়ক্রমে চট্টগ্রামে পাঁচজন, সিলেটে তিনজন, রাজশাহী, খুলনা ও বরিশালে একজন করে মারা গেছেন। গত চব্বিশ ঘণ্টায় মৃত ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও ১০ জন নারী।

Post a Comment

0 Comments